Tuesday, September 22, 2020

Present perfect Tense

 


Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল


বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে এরূপ বুঝালে Present perfect Tense হয়। 


I have gone to the market - আমি বাজারে গিয়েছি। 

you have eaten mango - তুমি অামগুলো খেয়েছ। 

he has done the work - সে কাজটি করেছে 

I have not done the work- আমি কাজটি করি নাই। 


Structure - গঠনপ্রণালীঃ


subject+ have/has+past participle form of verb+object.


Note: subject যদি pluore (you,we,thet) ইত্যাদি হয় তাহলে axulary verb have বসবে, আবার subject যদি 3ed person singluar number হয় তাহলে axulari verb has বসবে।

Monday, September 21, 2020

present continuous Tense





 Present continuous Tense - ঘটমান বর্তমান কাল।


বর্তমান সময়ে কোন কাজ চলতেছে বা অাগে অারম্ভ হয়ে এখনো চলতেছে । এধরনের কোন বাক্য বুঝতে Present Continuous Tense ব্যবহৃত হয়।


I am going to school -আমি স্কুলে যাইতেছি ।  

you are going to school - তুমি স্কুলে যাইতেছ। 

He is going to school - সে স্কুলেযাইতেছে।   


structure - subject+auxiliary verb, am/is/are+মূল verb+ing+object.


Note: 1st person অর্থাৎ I এর সাথে am বসবে, you, we, they অর্থাৎ Subject plural বা 2nd person এর সাথে are বসবে, এবং subject যদি 3ed person singular number হয় তাহলে is বসবে।


i am eating rice - আমি ভাত খাইতেছি। 

you are reading book - তুমি বই পড়তেছ। 

he is doing the work office - সে অফিসে কাজ করিতেছে।  


Sunday, September 20, 2020

Tense



 English Grammar এর একটি গুরুত্বপূর্ন বিষয় হলো Tense যার বাংলা অর্থ হলো কাল, কোন ব্যক্তি কথা বলতে হলে বর্তমান কাল, অতীত কাল, অথবা ভবিষ্যত কাল, এই তিন কালের এক কালের মধ্যে পড়ে। তাই Tense সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন।


Tense - কাল

কোন কাজ সম্পাদনের সময় সিমাকে Tense বা কাল বলে।এই Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয়। যা বর্তমান, অতীত, বভিষ্যত কোন এক সময়ের মধ্যে পরে।

Tense সাধারনত তিন প্রকার

1. Present Tense -বর্তমান কাল

2.Past Tense - অতীত কাল

3. Future Tense - ভবিষ্যত কাল





  • বর্তমন সময়ে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Present Tense এর ব্যবহার হয়।

  •         Present Tense - তিন প্রকার।

                1. Present Indefinite Tense - অনিদিষ্ট বর্তমান কাল

                2. Present Continuous Tense - ঘটমান বর্তমান কাল

                3. Present Perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল

                      4. Present Perfect Continuous Tense - পুরোঘটিত ঘটমান বর্তমান কাল




  •  অতীত কালে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Past Tense এর ব্যবহার হয়।
  •         Past Tense - তিন প্রকার।

1. Past Indefinite Tense - অনিদিষ্ট অতীত কাল

2. Past Continuous Tense - ঘটমান অতীত কাল

3. Past Perfect Tense - পুরো ঘটিত অতীত কাল

4. Past Perfect Continuous Tense - পুরোঘটিত ঘটমান অতীত কাল






  •  বভিষ্যত কালে কোন কাজ হয় বা হবে এরুপ বুঝালে Future Tense এর ব্যবহার হয়।

 

  • Future Tense - তিন প্রকার।


Saturday, September 19, 2020

Present Tense

 



Present Indefinite Tense - অনিদিষ্ট বর্তমান কাল

বর্তমান সময়ে কোন কাজ হয় বা আমি খাই, আমি পড়ি অর্থাৎ করা, যাওয়া, খাওয়া, দাওয়া, এবং চিরন্তর সত্য কোন কিছু বুঝালে Present Indefinite Tense হয়।

Example - উদাহরণঃ
I go - আমি যাই।
you go - তুমি যাও।
He goes - সে যায়।

structure: গঠন প্রনালীঃ

subject+মূল Verb+object.

Note: subject যখন 3ed person singular number হবে, যেমনঃ He, She, That, It ইত্যাদি হলে Verb এর শেষে s বা es বসাতে হবে, আবার কোন ব্যক্তি, বস্তু, বা যে কোন নাম বুঝালে verb এর শেষে স বা es বসে।

যেমনঃ
I eat rice - আমি ভাত খাই।
you read a book - তুমি বই পড়।
they played futboll - তারা ফুটবল খেলে।
The sun reises in the east - সূর্য পূর্ব দিকে উদিত হয়।
He goes to school - সে স্কুলে যায়।

Friday, September 18, 2020

Future Continuous tense - ঘটমান ভবিষ্যত কাল।



 Future Continuous tense - ঘটমান ভবিষ্যত কাল।


ভবিষ্যত কালে কোন একটি কাজ নিদিষ্ট সময় ধরে চলবে এরুপ বঝালে Future Continuous tense হয়।

Example: উদহারণঃ


I shell be reading the book.

আমি বইটি পড়িয়া থাকিব।


you will be doing the work.

তুমি কাজটি করিতে থাকিবে।


He will be going to office.

সে অফিসে যাইতে থাকিবে।


Structure - গঠনপ্রণালী।

Subject+shell be/ will be+ মূল verb+ing+object.



Note: এই sentence  গঠন করিবার সময় subject অনুসারে shall be/will be বসাতে হবে এবং মুল verb এর সাথ ing যোগ করতে হবে। 




v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


future indefinite tense - অনিদিষ্ট ভবিষ্যত কাল



 Future indefinite tense - অনিদিষ্ট ভবিষ্যত কাল


  • ভবিষ্যত কালে কোন একটি কাজ সংগঠিত হবে এরুপ বুঝালে Future indefinite tense হয়।



Example-উদহারনঃ

    I shall read the book.

   আমি বইটি পড়িব।


    you will do the work.

    তুমি কাজটি করবে।


    He will go to school.

    সে স্কুলে যাবে।



structure -গঠনপ্রণালীঃ

subject+shall/will+মূল verb+object.


Note that: উল্লখ্য যে 1st person এর পর Shall এবং 2nd, 3ed এবং সবক্ষেত্রে Will বসবে।



v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


 


Future perfect tense-পুরো ঘটিত বভিষ্যত কাল

Future perfect tense

পুরো ঘটিত বভিষ্যত কাল।

 

ভবিষ্যত কালে নিদিষ্ট সমযয়র মধ্যে কোন কাজ হয়ে  যাবে এরুপ বুঝালে Future perfect tense হয়|

Example – উদাহারনঃ

*        I Shall have done the work before my father come.
*        বাবা আসার আগে কাজটি করিয়া থাকিবো।

*         you will have finished your lesson before the come.
*        তাহার আসার আগে তোমার পড়া শেষ করবে।


Structure – গঠনপ্রণালী
          Subject+shall have/will have+verb এর Past participle form+1st object +before/after+2nd object.


simple-সহজ ভাবেঃ
Subject+shall have/will have+ verb এর Past participle form+Object.


Note: 1st অথ্যৎ I এর সাথে Shall have বসবে এবং Other Person এর সাথে Will have বসবে| মূল verb টি Past participle form বসবে|



v Future Indefinite Tense

v Future Continuous Tense

v Future Perfect Tense

v Future Perfect Continuous Tense

A man's honest thoughts can change his future:


Present perfect Tense

  Present perfect Tense - পুরো ঘটিত বর্তমান কাল বর্তমান কালে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান...